Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলতে খেলতেই মৃত্যুর কোলে হানিফ ডাবলু

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের জলপাইগুঁড়িতে খেলার মাঠে বল নিয়ে ভোঁ দৌঁড়। সেই দৌঁড়ই ছিল তার শেষ। দৌঁড়াতে গিয়ে হঠাৎই মুখ থুবড়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক ফুটবলার ও সোনালী অতীত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ মোহাম্মদ ডাবলু। গতকাল বিকেলে মালদার বিপক্ষে গয়েরকাটা মাঠে খেলতে নেমেছিলেন সোনালী অতীত ক্লাবের সদস্যরা। সেখানেই ইন্তেকাল করেন ডাবলু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ তার লাশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে শোকার্ত সতীর্থদের। জানা গেছে, ২০ জানুয়ারি চারটি ম্যাচ খেলার জন্য ভারতে গিয়েছিলেন সোনালী অতীত ক্লাবের ২৬ সদস্য। গতকালই তাদের প্রথম ম্যাচ ছিল মালদার বিপক্ষে। কিন্তু ম্যাচ ছাপিয়ে ডাবলুর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দল, এমনকি আগত সমর্থকরাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ