Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মোসাদ গুপ্তচর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর এক গুপ্তচরকে আটকের দাবি করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। লেবাননের আল-আখবার পত্রিকার প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ওই গোয়েন্দার পরিচয় দিতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে : হাসান ১৫ হাজার ডলারের বিনিময়ে মোসাদের হয়ে কাজ করতো। সে তার সহকর্মীদের ব্যাপারে ইসরাইলকে তথ্য সরবরাহ করতো। এই গুপ্তচর প্রতিরোধের অবস্থান সম্পর্কেও ইসরাইলিদের তথ্য সরবরাহ করেছিল। পত্রিকাটি আরও জানায়, এই গুপ্তচর ২০২০ সালের জুন থেকে সোশ্যাল মিডিয়া হোয়াটস-অ্যাপের মাধ্যমে তার কার্যক্রম শুরু করে। ২০২২ সালের জুলাইতে লেবাননের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যদের হাতে সে ধরা পড়ে। আল-আখবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ