Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অ্যালকোহল পানে রাজি না হওয়ায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তানের একটি স্কুলে কিশোরীকে মেঝেতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সহপাঠীরা একজোট হয়ে ওই কিশোরীকে মারধর করেছে। সেই ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, কিশোরীকে মেঝেতে ফেলে তার ওপর চড়াও হচ্ছে এক সহপাঠী। উপুড় হয়ে মেঝেতে শুয়ে রয়েছে ওই কিশোরী। তার পিঠে বসে চুল টেনে ধরে রাখা হয়েছে। চলছে কিল, চড়, ঘুষি। আশপাশে দাঁড়িয়ে আরও কয়েক জন। প্রত্যেকের পরনে স্কুলের পোশাক। ভুক্তভোগী কিশোরীকে ক্ষমা চাইতে বলা হচ্ছে, তেমনটাই শোনা গেছে ভিডিওতে। দেখা যায়, কিছু ক্ষণ মারধরের পর আরও একজন এসে ওই কিশোরীর পায়ের ওপর বসে পড়ে। কিছু পরে আর একজন এসে কিশোরীর কপালে জুতো পায়ে লাথি মারতে থাকে। এর পর সবাই মিলে চুল টেনে লাগাতার চড় মারে ওই কিশোরীকে। তাদের মুখে হালকা হাসিও ছিল। সহপাঠীকে মারধর করতে পেরে যে তারা মজা পাচ্ছে, হাবভাবে তা ছিল স্পষ্ট। লাহোরের স্কারসদালে আমেরিকান ইন্টারন্যাশানাল স্কুলের শিক্ষার্থীরা এই কা- ঘটিয়েছে বলে অভিযোগ। জানা গেছে, ঘটনাটি ১৬ জানুয়ারির। ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, তার মেয়ে মাদক নিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়েছে। জিও নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ