Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাশ্চর্য মাচুপিচু বন্ধ

পেরুর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পুলিশের সহিংস অভিযান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পেরুতে চলমান সহিংস বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পৃথিবীর সপ্তাশ্চর্য ও জনপ্রিয় দর্শনীয় স্থান মাচুপিচু। এতে আটকা পড়েছে কয়েকশ’ মানুষ। যাদের মধ্যে রয়েছে তিন শতাধিক বিদেশি পর্যটক। খবর এপির। কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়েছে, ঐতিহাসিক স্থাপনা ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইনকা সভ্যতার নিদর্শন ১৫ শতকের দুর্গের শহর ঐতিহাসিক মাচুপিচু বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। জানা গেছে, বৃহস্পতিবার বিক্ষোভকারীরা একাধিক ট্রেনে ভাঙচুর চালালে, বন্ধ করে দেয়া হয় মাচুপিচুগামী রেল চলাচল। শনিবার রাজধানী লিমায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভ দমনে রাতভর ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। একটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের তল্লাশি অভিযানে আটক করা হয় ২ শতাধিক মানুষকে। প্রসঙ্গত, পেরুতে সাবেক বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলোর অভিশংসন ও গ্রেফতারের জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, পেরুর রাজধানী লিমার একটি বিশ্ববিদ্যালয়ে সহিংস অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। আরমর্ড যান নিয়ে তারা প্রথমে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ফেলে। এরপর ভেতরে টিয়ারগ্যাস হামলা চালায়। গ্রেপ্তার করে দুই শতাধিক মানুষকে। যারাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরই ধরা হয়েছে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, স্যান মার্কোস বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই ওই অভিযান চালায় পুলিশ। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদেরকে ধাক্কা মেরে, লাথি মেরে এবং পিটিয়ে তাদের হল থেকে বের করে আনা হয়েছে। স্যান মার্কোস বিশ্ববিদ্যালয় দুই আমেরিকা মহাদেশের মধ্যেই সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়। দেশটির চলমান সরকারবিরোধী আন্দোলনের একটি কেন্দ্র হয়ে উঠেছে এটি। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগের দাবিতে গত ৬ সপ্তাহ ধরে রাস্তায় রয়েছেন। এই আন্দোলন কঠিনভাবে দমনের চেষ্টা করছে পেরু পুলিশ। এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫৮০ জনের বেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ