Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডায়ানার লকেট ১ লাখ ৬৪ হাজার পাউন্ডে বিক্রি

বিপাকে পড়ে প্রিন্স হ্যারির স্মৃতিকথা এড়িয়ে গেছেন প্রতিবেশীরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সাবেক প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার বিখ্যাত একটি লকেটের মালিক হয়েছেন মার্কিন তারকা কিম কারদাশিয়ান। সদবি’স নিলামে ১ লাখ ৬৩ হাজার ৮০০ পাউন্ডে তিনি কিনে নেন ডায়ানার নীলাখচিত লকেটটি। ক্রুস আকৃতির লকেটটিতে বসানো রয়েছে ১১টি মূল্যবান নীলা, সঙ্গে রয়েছে ৫ দশমিক ২ ক্যারেটের হীরাও। বিলাসবহুল গহনা নির্মাতা গ্যারাডের নকশা করা লকেটটি অনেক অনুষ্ঠানেই ডায়ানার গলায় দেখা গেছে। অপরদিকে, গিনেজ বুকে দ্রুততম বিক্রিত নন-ফিকশনের রেকর্ড গড়েছে ‘স্পেয়ার’। প্রিন্স হ্যারির স্মৃতিকথামূলক বইটি প্রথম দিনেই ১৪ লাখ ৩০ হাজার কপি বিক্রি হয়। অথচ ওই দিন মন্টেসিটোর বুকস্টোরে একটি কপিও বিক্রি হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওই এলাকায় রাজপ্রাসাদ ছেড়ে স্থায়ী হয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। খবর দ্য গার্ডিয়ান। বিষয়টা এমন নয় যে, প্রতিবেশীরা ডিউক অব সাসেক্সের কেচ্ছা শুনতে অনাগ্রহী। সবচেয়ে বড় কারণ ছিল আবহাওয়া। মন্টেসিটোর অনেকটা জুড়ে পাহাড়ি অঞ্চল। আগের কয়েকদিন ধরেই অঞ্চলটিতে ভয়াবহ রূপ নিয়েছিল ঝড় ও ভারী বর্ষণে সৃষ্ট পানির প্রবাহ। ভূমিধসের আশঙ্কায় নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। পাঁচ বছর আগে ভূমিধসে সেখানেই ২৩ জন মারা যায়। স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের মনে অস্তিত্বচিন্তা বড় হয়ে দেখা দিয়েছিল। এক সপ্তাহ পর থামে বৃষ্টি, কমে যায় ভূমিধসের ঝুঁকি। তবে এখনো প্রাথমিক ধাক্কা কাটাতে পারেনি ‘স্পেয়ার’। আশানুরূপ বিক্রি দেখা যাচ্ছে না। মন্টেসিটো বুকশপের মালিক ম্যারি শেলডনের দাবি অনুযায়ী, ১০ হাজারের বেশি শিক্ষিত বাসিন্দার ওই এলাকায় বিক্রি হয়েছে মাত্র ৩০ কপি। এ তথ্য অবাক করারই বটে। প্রিন্স হ্যারির বই নিয়ে নানা দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা শুরু হয়ে গেছে। বর্ণনায় অকপট হওয়ার কারণে অনেকেই প্রশংসা করছেন। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ