Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খরগোশের চীনা বছর কী এবং এটি ২০২৩ সালে আপনাকে কীভাবে প্রভাবিত করবে?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৭:৩১ পিএম

বৈদিক জ্যোতিষ শাস্ত্রের মতোই চীনা জ্যোতিষ শাস্ত্রও জনপ্রিয়। বৈদিক জ্যোতিষে মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির উল্লেখ পাওয়া যায়। এই রাশি গণনা করে ভবিষ্যৎ জানা যেতে পারে। ঠিক এ ভাবেই চীনা জ্যোতিষ শাস্ত্রেও ১২টি রাশি রয়েছে। ইঁদুর থেকে শুরু করে শূকর পর্যন্ত ১২টি রাশি চীনা জনগণের ভাগ্য নির্ধারণে সাহায্য করে। বৈদিক জ্যোতিষে উল্লিখিত রাশির পাশাপাশি চীনা রাশির সাহায্যে নিজের বার্ষিক রাশিফল সহজেই জেনে নিতে পারেন। আবার আপনি কোন চীনা রাশির জাতক, তা-ও জানা যেতে পারে। এই পৃথক পদ্ধতিতে ভাগ্য গণনায় ক্ষতি কী?

চীনা জ্যোতিষে প্রতিটি বছরের অধিপতি হয় এক একটি রাশি। ২০২৩ সালটি হল খরগোশের বছর। ২০২৪ হবে ড্রাগনের বছর। এটি একটি চক্রের মতো চলতে থাকে। ১২ বছর পর সেই রাশিচিহ্ন পুনরায় বছরের অধিপতি হয়। চীনা জ্যোতিষ অনুযায়ী ২০২৩-এর অধিপতি খরগোশ। নির্দিষ্ট ভাবে বলতে গেলে ২০২৩ পানি খরগোশের বছর। ২২ জানুয়ারি ২০২৩ থেকে চীনা নতুন বছর শুরু হবে। এই খরগোশ কোন তত্বের হবে তা-ও ভাগ্য গণনার ক্ষেত্রে জরুরি। যেমন ২০২৩ পানি খরগোশের বছর। এর আগে ২০১১ সালটি ছিল সোনার খরগোশের বছর। মোট পাঁচটি তত্বের উল্লেখ পাওয়া যায়। এগুলি হল- পানি, সোনা, পৃথিবী, আগুন, কাঠ। আবার ১২টি চীনা রাশি হল যথাক্রমে- ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ভেড়া, বাঁদর, মোরগ, কুকুর ও শূকর। খরগোশ চীনা বছর কেমন কাটবে, জেনে নেয়া যাক।

ইঁদুর: ১৯২৪, ১৯৩৬, ১৯৪৮, ১৯৬০, ১৯৭২, ১৯৮৪ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি ইঁদুর। ইঁদুর রাশির জাতকদের জন্য জল তত্বের খরগোশের বছরটি অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতকরা প্রেম জীবনে সুখানুভূতি অর্জন করবেন। আবার এই রাশির সিঙ্গল বা একতরফা ভালোবাসায় জড়িয়ে রয়েছেন যে জাতকরা তারাও ২০২৩-এ নিজের পছন্দের সঙ্গী পাবেন। আবার কেরিয়ারে উন্নতি হবে। শখের কোনও কাজকে পেশা হিসেবে বেছে নিতে চাইলে, এ বছর আপনার সেই স্বপ্নও পূরণ হবে। আর্থিক জীবনে আয়ের উৎস ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। তবে ব্যায় নিয়ন্ত্রণ করাও জরুরি। এই রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে।

ষাঁড়: ১৯২৫, ১৯৩৭, ১৯৪৯, ১৯৬১, ১৯৭৩, ১৯৮৫, ১৯৯৭, ২০০৯, ২০২১ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি এটি। খরগোশের বছরে ষাঁড় রাশির জাতকরা মিশ্র ফলাফল লাভ করবেন। এই রাশির বিবাহিত ও প্রেমিক-প্রেমিকারা আনন্দে থাকবেন। তাদের সম্পর্ক আগের চেয়ে বেশি মজবুত হবে। তবে এই রাশির সিঙ্গল জাতকদের এখনও উপেক্ষা করতে হবে। পেশা জীবনে ষাঁড় রাশির জাতকদের নিজের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তবে বছরের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসত শুরু করবে। ২০২৩-এ ব্যয়ের বিষয়ে সচেতন থাকুন। কারণ আপনাদের ব্যয় বাড়তে পারে। অর্থ অপচয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

বাঘ: ১৯২৬, ১৯৩৮, ১৯৫০, ১৯৬২, ১৯৭৪, ১৯৮৬, ১৯৯৮, ২০১০, ২০২২ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি বাঘ। বাঘ রাশির জাতকদের জন্য ২০২৩ অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। প্রেম জীবন ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। সিঙ্গল জাতকরা মনের মানুষের খোঁজ পেতে পারেন। আবার অবিবাহিত জাতকদের বিয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে উন্নতির জন্য ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলুন। নিজের সামাজিক পরিসর বৃদ্ধি করতে কোনও গাফিলতি করবেন না। অন্য দিকে নিজের আয়ের একাধিক উৎস খুঁজে বের করতে হবে, তা না-হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আবহাওয়া পরিবর্তনের ফলে অসুস্থ হতে পারেন। তাই সতর্ক থাকতে হবে।

খরগোশ: ১৯২৭, ১৯৩৯, ১৯৫১, ১৯৬৩, ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৯, ২০১১, ২০২৩ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি খরগোশ। ২০২৩-এর অধিপতি খরগোশ। এ কারণে খরগোশ রাশির জাতকরা এ বছরও ইতিবাচক ফলাফল লাভ করে যাবে। তবে কোনও কোনও ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বছরের প্রথম তিন মাস প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। তবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারের দিক দিয়ে ২০২৩ আপনাদের জন্য অনুকূল। তবে কেরিয়ার পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে এ বছর অপেক্ষা করতে হবে। আর্থিক জীবনেও সাবধানতা অবলম্বন করতে হবে খরগোশ রাশির জাতকদের। রোজগার সত্ত্বেও কোনও গাফিলতির কারণে সেই টাকা খুইয়ে ফেলতে পারেন। ২০২৩-এ কোনও অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করবেন না, কারণ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

ড্রাগন: ১৯২৮, ১৯৪০, ১৯৫২, ১৯৬৪, ১৯৭৬, ১৯৮৮, ২০০০, ২০১২, ২০২৪ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি ড্র্যাগন। এই রাশির জাতকরা ২০২৩-এ ঠিকঠাক ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। তবে প্রেমিক-প্রেমিকাদের ওঠা-পড়ার মুখে পড়তে হবে। এই রাশির সিঙ্গল জাতকরা মনের মানুষের সন্ধান পাবেন। অন্য দিকে কঠিন পরিশ্রম ও একাগ্রতার সাহায্যে পেশাগত জীবনে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে। বরিষ্ঠ আধিকারিকদের দ্বারা পুরস্কৃত হতে পারেন। ২০২৩-এ আর্থিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। তাই ভালোভাবে পরিকল্পনা করে ব্যয় করুন। এমনকি ব্যায় নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান। স্বাস্থ্যের যত্ন নিন।

সাপ: ১৯২৯, ১৯৪১, ১৯৫৩, ১৯৬৫, ১৯৭৭, ১৯৮৯, ২০০১, ২০১৩, ২০২৫ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি সাপ। বছরের অধিকাংশ সময় সর্প রাশির জাতকদের জন্য অনুকূল থাকলেও কোনও কোনও ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। এতদিন যার জন্য পরিশ্রম করছিলেন, এ বছর তার ফল পাবেন। প্রেম জীবনে মাধুর্য থাকবে। পেশাজীবন ও ব্যক্তিগত জীবনের মাধ্যমে সামঞ্জস্য বজায় রেখে চলুন। ২০২৩-এ কেরিয়ারে ওঠা-পড়া দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হবে, যার ফলে উন্নতি স্লথ হবে। তাই এ বছর বিরোধীদের থেকে সাবধানে থাকুন। বুঝেসুঝে ব্যয় করলে আর্থিক সমস্যা এড়িয়ে যেতে পারেন। তা না-হলে ওঠা-পড়া লেগে থাকতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে যত্নে কোনও ত্রুটি রাখবেন না।

ঘোড়া: ১৯৩০, ১৯৪২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৭৮, ১৯৯০, ২০০২, ২০১৪, ২০২৬ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি ঘোড়া। ঘোড়া রাশির জাতকরা ২০২৩ খরগোশ চীনা বছরে একাধিক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। প্রেম জীবনের জন্য বছর ভালো। এই রাশির জাতকদের দাম্পত্য জীবন ভালো কাটবে। অন্য দিকে সিঙ্গল জাতকরা নতুন সম্পর্কের সূচনা করতে পারেন। আবার কেরিয়ারে এ বছর নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তবে পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কেরিয়ারে ক্রমাগত উন্নতি করতে থাকবেন এই রাশির জাতকরা। বছরের প্রথম কয়েক মাসে অর্থের প্রবাহ ভালো থাকবে। তবে পরবর্তীকালে আর্থিক লোকসানের মুখেও পড়তে পারেন। তাই ব্যয় নিয়ন্ত্রণ করার পরামর্শ দেয়া হচ্ছে এই রাশির জাতকদের। স্বাস্থ্যের যত্ন নেবেন।

ভেড়া: ১৯৩১, ১৯৪৩, ১৯৫৫, ১৯৬৭, ১৯৭৯, ১৯৯১, ২০০৩, ২০১৫, ২০২৭ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি ভেড়া। ২০২৩ সালটি ভেড়া রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জপূর্ণ কাটবে। তবে এই চ্যালেঞ্জ আপনাদের অনেক কিছু শিখিয়ে যাবে। প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে স্পেস দিন। এর ফলে সম্পর্ক আরও মজবুত হবে। অন্য দিকে কেরিয়ারের জন্য ভেড়া রাশির জাতকদের ২০২৩ লাভপ্রদ প্রমাণিত হবে। আপনার কঠিন পরিশ্রম সকলের প্রশংসা লাভ করবে। এমনকি আপনি পুরস্কৃত হতে পারেন। তবে ব্যয় নিয়ন্ত্রণ না-করলে আর্থিক সমস্যায় দিন কাটাতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন দিন। পথে হাঁটা-চলা বা গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।

বাঁদর: ১৯৩২, ১৯৪৪, ১৯৫৬, ১৯৬৮, ১৯৮০, ১৯৯২, ২০০৪, ২০১৬, ২০২৮ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি বাঁদর। খরগোশের বছরে বাঁদর রাশির জাতকরা আনন্দপূর্ণ সময় কাটাবেন। প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন যে জাতকরা তারা জীবনে প্রেম ও স্নেহ বৃদ্ধি পাবে। তবে এই রাশির সিঙ্গল জাতকরা এখনই প্রেম সম্পর্ক গড়ে তুলবেন না। কারণ পরিস্থিতি আপনাদের প্রতিকূল। তবে সময় দিন, মনের মানুষ নিজেই আপনার জীবনে প্রবেশ করে যাবে। বাঁদর রাশির জাতকরা কেরিয়ারে চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকলে হঠাৎ উন্নতি দেখতে পারবেন। লক্ষ্যচ্যুত হবেন না ও সঠিক পথে অগ্রসর হয়ে চেষ্টা করে যান। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

মোরগ: ১৯৯৩, ১৯৪৫, ১৯৫৭, ১৯৬৯, ১৯৮১, ১৯৯৩, ২০০৫, ২০১৭, ২০২৯ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি মোরগ। এই রাশির জাতকরা ২০২৩ সালে ওঠা-পড়ার মুখে পড়বেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তা না-হলে জীবনসঙ্গী বা প্রেমী রেগে যেতে পারে। জীবনসঙ্গীর সামনে নিজের মনের কথা বলতে সংকোচ বোধ করবেন না। এই রাশির সিঙ্গল জাতকরা কোনও নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন। আবার এই রাশির কোনও জাতক যদি চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকেন, তা হলে এই সময় সেই চিন্তা বাতিল করুন। কারণ ফলাফল অনুকূল প্রমাণিত হবে না। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য বাজেট তৈরি করে কাজ করুন। তা হলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য ভালো থাকতে পারে।

কুকুর: ১৯৩৪, ১৯৪৬, ১৯৫৮, ১৯৭০, ১৯৮২, ১৯৯৪, ২০০৬, ২০১৮, ২০৩০ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি কুকুর। এই রাশির জাতকরা খরগোশের বছরে মিশ্র ফলাফল লাভ করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। কোনও কোনও বিষয়ে সাফল্য লাভ করবেন। প্রেম জীবনে প্রিয় মানুষের সঙ্গে বাইরে ঘুরতে যান, এতে সম্পর্ক আরও মজবুত হবে। পেশাগত জীবনে যে জাতকরা নিজের ব্যবসা করছেন, তাঁরা ভালো মুনাফা করতে পারবেন। তবে চাকরিজীবী জাতকদের অফিসে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই ধৈর্য ধরে কাজ করুন। ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

শূকর: ১৯৩৫, ১৯৪৭, ১৯৫৯, ১৯৭১, ১৯৮৩, ১৯৯৫, ২০০৭, ২০১৯, ২০৩১ সালে জন্মগ্রহণকারী জাতকদের রাশি এটি। এই রাশির জাতকদের জন্য ২০২৩ খরগোশ বছর ফলদায়ী প্রমাণিত হবে। যে ফলাফলের জন্য অপেক্ষা করেছিলেন, তা লাভ করবেন। এ বছর নিজের প্রিয় মানুষকে স্পেশাল অনুভব করান। এমন কিছু করুন যা তারা খুব বেশি ভালোবাসেন। সিঙ্গল জাতকরা প্রেম সম্পর্কে আবদ্ধ হতে পারেন। অন্য দিকে এই রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের কঠিন পরিশ্রম করতে হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকলে, এ বছর তা বাতিল করুন। তা না-হলে লোকসান হতে পারে। ২০২৩-এ আবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মানসিক অবসাদ এড়িয়ে যান। সূত্র: ম্যারিক্লেয়ার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ