Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে আ.লীগ নেতার বক্তব্য : মুক্তিযোদ্ধাদের নিন্দা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৭:২৮ পিএম

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা লায়ন মাহবুর রহমান মো. বাবুল স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে বক্তব্য দেওয়ায় রবিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার বিকেলে একটি ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে বক্তব্য দেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুর রহমান মো. বাবুল মছলন্দপুর ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে বক্তব্য দেন। তিনি বলেন, ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি এমন বক্তব্য সমাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়। অথচ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এর আগেও তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিস্কার হন। এর রেষ কাটতে না কাটতেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে গিয়ে মোনাজাত পরিচালনা করে বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনা করে আবারও সমালোচিত হন এ ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যানের এমন ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান লায়ন বাবুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি বলেন, এই ইউপি চেয়ারম্যান এর আগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করে দল থেকে বহিস্কার হয়েছিলেন। সে হচ্ছে একজন ছাগল-পাগল। একের পর এক ঘটনা করেই যাচ্ছেন। এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, সে গুণতে পারে না, গুণায় সে ভুল করেছে। তার কপালে শনি আছে বলে তিনি ফোন কেটে দেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, ইতিহাস ইচ্ছেমতো বললে হবে না, এগুলো আসলে মুর্খতার কাজ করে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগকে ব্যবস্থা নেয়ার জন্য বলবো আমরা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, এ পাগলকে নিয়ে মহাবিপদে পরেছি আমরা। তার মাথায় সমস্যা আছে। তার বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ