Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের পাশে তাসকিন আহমেদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৩:১৫ পিএম

ক্রিকেটার শরিফ হাসান এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাঠ ছেড়ে বিছানায়। যুব দলে খেলা এ ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ফোনকলে জানিয়েছেন, শরিফের চিকিৎসায় যা করতে হয় তাই করবে বোর্ড।

এবার বাংলাদেশের গতি তারকা পেসার তাসকিন আহমেদও ছুটে গেছেন শরিফের কাছে। সান্ত্বনা দিয়েছেন। বলেছেন, সুস্থ হলে আবার আমরা রানিং করব, বোলিং করব।

নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘তুই সুস্থ হয়ে উঠবি। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। অসুস্থতার জন্য আক্ষেপ করবি না। সবসময় বলবি- আলহামদুলিল্লাহ।’

বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে খেলা তাসকিন ছাড়াও শরিফের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছে দলটির অন্যরাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ