গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে আদালতে। এছাড়া ২০০ থেকে ৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করা হয়েছে এ আবেদনে।
রোববার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আবেদন গ্রহণের এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন জয়নুল আবেদীন মেজবাহ।
আজ আদালতে মামলার আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। তিনি সাংবাদিকদের জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আবেদন গ্রহণ করেছেন।বাদীপক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।