Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উশুতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী-আনসার

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জাতীয় উশুর পুরুষ বিভাগে সেনাবাহিনী এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া টুর্নামেন্টের পুরুষ বিভাগে ১০টি স্বর্ণ, ছয়টি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে সেরা হয় সেনাবাহিনী। সাতটি করে স্বর্ণ ও রুপা এবং ছয়টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ আনসার। অন্যদিকে মেয়েদের বিভাগে ১২টি স্বর্ণ, আটটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। রানার্সআপ সেনাবাহিনী জিতেছে নয়টি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপি। গ্র্যান্ডমাস্টার আলমগীর শাহ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এবারের আসরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ এবং সার্ভিসেস সংস্থাসহ ৩৬ দলের প্রায় সাড়ে পাঁচশ’ উশুকা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ