Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুঁয়োপোকার মলের চা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পৃথিবীতে অনেক অদ্ভুত ধরনের খাবার তৈরি করা হয়, যা জানলে অনেকেই অবাক হয়ে যান। কোথাও পিঁপড়ের চাটনি তৈরি করা হয়, আবার কোথাও প্রাণীর অঙ্গ থেকে খাবার তৈরি করা হয়। কিন্তু আপনি কি জানেন পোকার মল থেকেও চা তৈরি হয়। অডিটি সেন্ট্রাল নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে চু-হি-চা নামের একটি চা তৈরি করা হয়। এই চা তৈরি করা হয় শুঁয়োপোকার মল থেকে। জাপানি গবেষক সুয়োশি মারুওকা প্রথম এ চা তৈরির বিষয়ে ভেবেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, একদিন বিশ্ববিদ্যালয়ে তার এক সহযোগী অনেক শুঁয়োপোকা নিয়ে আসেন। সেগুলো তাকে দিয়ে দেন। তিনি বলেন, এটি এক ধরনের উপহার, যা তিনি কোথাও থেকে পেয়েছেন। সুয়োশি শুঁয়োপোকাগুলো নিয়ে কী করবেন, তা বুঝতে পারছিলেন না।

সুয়োশি পরে জানান, সেই শুঁয়োপোকাগুলো মলের গন্ধ তার খুব পছন্দ হয়েছিল। তারপরেই তিনি ভাবলেন সেটা থেকে চা বানানো যায় কিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সেই চা খুব বিখ্যাত হয়েছিল বাজারে। সুয়োশি এরপর তিনি ভিন্নভাবে চা বানানোর সিদ্ধান্ত নেন। তিনি ২০টি বিভিন্ন পোকামাকড় এবং ৪০টি ভিন্ন ভিন্ন গাছের সাহায্যে একটি বিশেষ ধরনের চা তৈরি করারা চেষ্টা করছেন।

জানা গেছে, এখনও পর্যন্ত তিনি ১২ লাখ টাকার বেশি আয় করেছেন। বর্তমানে তিনি আরো বিভিন্ন পোকামাকড়ের সাহায্যে চা তৈরির কথা ভাবছেন। এর জন্য ক্রাউড ফান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : নিউজ১৮।

ভুট্টাক্ষেতে লিওনেল মেসি
ইনকিলাব ডেস্ক
আর্জেন্টিনার একজন কৃষক একটি ভুট্টা ক্ষেতে বিভিন্ন ধরনের বীজ বপণ করে লিওনেল মেসির একটি চিত্র তৈরি করেন। রাজধানী বুয়েনস আইরেস থেকে ৫০০ কিলোমিটার দূরে ব্যালেস্টেরোসের কৃষক চার্লি ফারিসেলি একটি ভুট্টা ক্ষেতে লিওনেল মেসির স্কেচ করেছেন।

একটি বিদেশী সংবাদ সংস্থার সাথে কথা বলার সময় কৃষক বলেন যে, এটি কৃষি বিশ্ব থেকে ম্যাসির প্রতি শ্রদ্ধা।
মাঠে মেসির রূপরেখাটি মোটামুটি চারটি ফুটবল মাঠের আকার এবং মেসির মুখটি কেবল আকাশ থেকে দেখা যায়। ভুট্টার ফসল বাড়ার সাথে সাথে অবয়বটি আরো স্পষ্ট হয়ে উঠবে।
সাধারণত, একটি ক্ষেতের একটি চিত্রের প্রতিকৃতি ফসল কেটে তৈরি করা হয়, তবে লিওনেল ম্যাসির এ স্কেচ বিভিন্ন বীজ বপন করে তৈরি করা হয়েছে। সূত্র : জে এন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ