Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপন নথি নিয়ে বাইডেনের কোনো অনুশোচনা নেই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিজের ব্যক্তিগত অফিসে গোপন নথি খুঁজে পাওয়ার খবর মধ্যবর্তী নির্বাচনের আগে জনসম্মুখে প্রকাশ না করা নিয়ে তার ‘কোনও অনুশোচনা’ নেই। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বিষয়টি তদন্তের জন্য একজন বিশেষ কাউন্সেল নিয়োগ করেছেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন গোপন সরকারি ফাইলগুলো তার ব্যক্তিগত দপ্তর থেকে পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট’ দপ্তর বন্ধ করার সময় গতবছর নভেম্বরে তালা মারা একটি ক্লজেটের ভেতরে প্রায় ১০ টি মতো ফাইলের খোঁজ পেয়েছেন আইনজীবীরা। পরে ডিসেম্বরে আরওকিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন নথি বাইডেনের ডেলওয়্যারের বাড়ি থেকেও পাওয়া যায়, এমনকী ১২ জানুয়ারিতেও তার বাড়িতে আরেকটি নথি মেলে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। নভেম্বরে নথি পাওয়া যাওয়ার পরপরই বাইডেন সেকথা প্রকাশ করেননি কেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, “আমি মনে করি আপনারা দেখবেন সখানে কিছুই নেই।” এরপর বৃহস্পতিবার ঝড়ে লন্ডভন্ড হওয়া ক্যালিফোর্নিয়ার সৈকতের শহর পরিদর্শনের সময় তিনি গোপন নথির প্রসঙ্গে বলেন, “আমরা কোনও অনুশোচনা নেই। আমাকে আইনজীবীরা যা করতে বলেছেন আমি সেটিই করছি। আমরা ঠিক এটাই করছি।” গোপন নথিগুলো নিয়ে বাইডেন এই প্রথম প্রকাশ্যে কথা বললেন। এই সমস্ত নথি নিয়ে বাইডেন সমালোচনার স্বীকার হয়েছেন। বিশেষ করে রিপাবলিকানদের কাছ থেকে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ