Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিউলের বস্তিতে আগুন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বস্তি এলাকায় অগ্নিকা- ঘটেছে। শুক্রবার শহরে আগুন লাগার পর প্রায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ সিউলের গুরিয়ং গ্রামে সকাল ৬টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এলাকাটিতে প্রায় ৬৬০টি পরিবার বাস করতো। এক হাজার ৭০০ বর্গমিটার এলাকার প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ২৯০ জন দমকলকর্মী, ১০টি হেলিকপ্টার এবং পুলিশ কর্মকর্তাদের আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিন কর্মকর্তাদের ক্ষতি রোধ করতে এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের রক্ষা করার নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ