Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ লাখ রুপি জরিমানা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফ্লাইটে অসদাচরণকারী যাত্রীকে নিয়ন্ত্রণ না করার জন্য ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে। নভেম্বরে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এই সংস্থার একটি ফ্লাইটে শংকর মিশ্র নামে এক মদ্যপ যাত্রী ৭০ বছর বয়সী একজন নারীর পোশাকে, শরীরে মূত্রত্যাগ করে। এ ঘটনায় এয়ার ইন্ডিয়া সুবিচার করেনি। তারা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ওই ফ্লাইটের সংশ্লিষ্ট পাইলট-ইন কমান্ডের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেছে, এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর ইন ফ্লাইট সার্ভিসের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ৩০ লাখ রুপি। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার মালিক ভারতের বিখ্যাত টাটা গ্রুপ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ