Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন যারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ৫:১৫ পিএম

২০২৩ সালের জন্য ২১ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিসিবি চুক্তি থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি ও নাঈম শেখ।

নতুন চুক্তিতে ঢুকেছেন জাকির হাসান, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ। এর মধ্যে জাকির ও হাসান কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন প্রথমবারের মতো।

জাকির ভালো করেন ভারতের বিপক্ষে সিরিজে, একটি সেঞ্চুরিও আসে তার ব্যাট থেকে। এ ব্যাটারকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎও ভাবছেন অনেকে। অন্যদিকে হাসান মাহমুদ ভালো করে আসছেন নিয়মিতই। দলে ঢোকাদের মধ্যে গত বছর মোসাদ্দেক ২১২, জাকির ১৮৬ রান করেন। অন্যদিকে খালেদ ২০ ও হাসান মাহমুদ ১৬টি উইকেট শিকার করেন। বাদ পড়াদের মধ্যে গত বছর জয় ৩৫৭, ইয়াসির ৩৩৭, সাদমান ৬২ ও নাঈম শেখ ৪৫ রান করেন।


কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটার

টেস্ট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

তিন ফরম্যাটের চুক্তিতে যারা: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ