Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪১ বছরের মধ্যে সর্বোচ্চ জাপানের মুদ্রাস্ফীতি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জাপানের মুদ্রাস্ফীতি গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। ব্যাংক অব জাপানের লক্ষ্যের চেয়েও দ্বিগুণ বেড়েছে দেশটির মূল্যস্ফীতি। সবমিলিয়ে গত মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ৪ শতাংশ। জীবনযাপনের খরচ কমাতে জাপানের কেন্দ্রীয় ব্যাংককে ভবিষ্যতে সুদের হার আরও বাড়াতে হতে পারে। জাপানের অর্থনৈতিক গবেষক ডামিয়ান থং বলেছেন, ‘উৎপাদকের খরচে সাথে পাল্লা দিয়ে ভোক্তাদের খরচও বাড়ছে কিন্তু বর্তমানে কোম্পানিগুলো ভোক্তাদের ওপরই খরচ চাপাচ্ছে।’ গতকাল শুক্রবার জাপানের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৯৮১ সালের পর এবারই প্রথম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের চেয়েও যা দ্বিগুন বেশি। তারপরও সার্বিক দিক বিবেচনায় জাপানের মুদ্রাস্ফীতি অনান্য বড় অর্থনীতির তুলনায় বেশ কম। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ