মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সমকামীরা ঈশ্বরের আশীর্বাদ পাবেন, তবে বিয়ের অনুমোদন নয় । সমকামী দম্পতিরা ইংল্যান্ডের গির্জায় আশীর্বাদ নিতে আসতে পারবেন। কিন্তু কোনোভাবেই সমলিঙ্গের বিয়ের অনুমোদন মিলবে না গির্জায়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গির্জা। গত পাঁচ বছর ধরে চলা বিতর্ক ও আলোচনার পরে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ গির্জার পক্ষ থেকে জানানো হয়, সমকামী দম্পতিরা আশীর্বাদ নিতে গির্জায় আসতে পারেন। কিন্তু সমকামী বিয়েতে অনুমতি দেওয়া হবে। বিয়ে কেবল নারী ও পুরুষের মধ্যেই হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সমকামী বিয়ে ও যৌনতার অন্যান্য বিষয়সহ নানা বিষয়ে গির্জার সুপারিশ চূড়ান্ত করতে মঙ্গলবারই বিশপরা বৈঠক করেন। এ সুপারিশগুলো আগামী মাসে গির্জার আইন প্রণয়ন সংস্থা জেনারেল সিনাডে পেশ করা হবে। তার আগেই চার্চ জানিয়েছে, সমকামী দম্পতিরা গির্জায় প্রার্থনাসহ অন্য বিষয়ে যোগ দিতে এলে তার অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, ২০১৩ সালে ব্রিটেনে সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু চার্চ এখন পর্যন্ত এটিকে স্বীকার করেনি। ক্যান্টরবেরির আর্কবিশপ জাস্টিন ওয়েলবি জানিয়েছেন, নতুন প্রস্তাব কারও কারও কাছে গ্রহণীয় মনে হতে পারে। তবে বাকিদের কাছে তা যথেষ্ট নাও মনে হতে পারে। তার মতে, এই অবস্থান সমকামিতার প্রশ্নে চার্চ অব ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গির বৈচিত্রতাকে প্রতিফলিত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।