Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির অভিযোগ, দিল্লিতে আন্দোলনে নারী কুস্তিগিররা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দেশের রেসলিং ফেডারেশনের প্রধান এবং অন্যান্য কোচদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগিররা। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী মহিলা কুস্তীগির ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন, যে তাঁরা রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। অন্তত ১০ জন মহিলা কুস্তীগির ভিনেশ ফোগাটের আনা অভিযোগ স্বীকার করেছেন। রাজধানী দিল্লিতে এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভে এই অভিযোগ করেন ভিনেশ। যদিও রেসলিং ফেডারেশনের সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন। তবে ফোগাট ও অনান্য মহিলা কুস্তীগিররারা বলছেন, ভূষণ সিং পদত্যাগ না করলে তাঁরা কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। সরকারের পক্ষ থেকে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে না দেখা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে রেসলিং ফেডারেশনের কাছ থেকে তিন দিনের মধ্যে জবাবদিহি চেয়েছে কে›ন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ