Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইইউ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার অংশ হিসেবে ইরানের কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ধরনের পদক্ষেপের পরিণতির ব্যাপারে তেহরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইইউ এ ন্যক্কারজনক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ আগামী সোমবার ইরানের ৩৭ ব্যক্তিকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনতে যাচ্ছে। একজন পদস্থ ইউরোপীয় কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেছেন, “আমরা সোমবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার চতুর্থ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছি।” ইরানে সম্প্রতি হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে আটক এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে বিদেশি মদদে সৃষ্ট সহিংসতাকে অজুহাত করে এ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। অপর এক ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে বলেছেন, “আমরা যখন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত নিয়েছি তখন আমরা মূলত নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজ নিয়ে কাজ করতে শুরু করেছি।” গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টে এমন একটি বিল পাস হয়েছে যার মাধ্যমে আইআরজিসিকে ইইউ’র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ২৭ জাতির এই ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তেহরান এই পদক্ষেপের পরিণতির ব্যাপারে ব্রাসেলসের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরান বলেছে, ইইউর এ পদক্ষেপ ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নগ্ন হস্তক্ষেপের শামিল। রয়টার্স, প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ