নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল। শুক্রবার বিপিএলে মাত্র ৫ রান করেই এই মাইলফলক ছুঁয়ে ফেললেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুক্রবার ম্যাচের চতুর্থ ওভারে বাউন্ডারি মেরে ৭ হাজার রানের ক্লাবে পা রেখেছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি গড়লেন তামিম।
বিশ্বের ৪০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করলেন তামিম, ২৪২ ইনিংস খেলে। তার চেয়ে দ্রুত এই মাইলফলক ছুঁতে পেরেছেন ৭ জন ব্যাটসম্যান। সবচেয়ে কম ১৮৭ ইনিংসে সাত হাজার রানের রেকর্ড পাকিস্তানের বাবর আজমের। এই কীর্তি গড়ার পথে ৪৫টি ফিফটির সঙ্গে ৪টি সেঞ্চুরি করেছেন তামিম। ২০১৯ সালের বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন সর্বোচ্চ ১৪১ রানের অপরাজিত ইনিংস।
এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানের আর কারও তিনটি সেঞ্চুরিও নেই। দুইটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশিদের মধ্যে তামিমের পরে আছেন সাকিব আল হাসান। ৩৫৭ ইনিংসে ২৯ ফিফটিতে ৬ হাজার ৫৪৬ রান করেছেন তিনি। এছাড়া ৫ হাজারের বেশি রান রয়েছে মাহমুদউল্লাহ (৫ হাজার ৩০১) ও মুশফিকুর রহিমের (৫ হাজার ১৩০ রান)।
এবারের বিপিএলে তামিমের শুরুটা তেমন ভালো ছিল না। প্রথম ৩ ম্যাচে স্রেফ ৪৯ রান করেন তিনি। পরে রংপুরের বিপক্ষে ৬০ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।