Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোল উৎসবের প্রীতি ম্যাচে শেষ হাসি মেসির পিএসজির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১:২৫ এএম | আপডেট : ৭:৫৩ এএম, ২০ জানুয়ারি, ২০২৩
গোল উৎসবের প্রীতি ম্যাচে শেষ হাসি মেসির পিএসজির 
 
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর  ধ্রপদী দ্বৈরথের ম্যাচটি একসময় পরিণত হয়েছিল গোল উৎসবে।সউদী আরবের রিয়াদে পিএসজি বনাম রিয়াদ অল স্টারের প্রীতি ম্যাচটিতে দুই দল মিলিয়ে গোল করেছেন নয়টি।তবে ম্যাচটি শেষ পর্যন্ত ৫-৪ এর ব্যবধানে জিতে নেয় লিওনেল মেসির পিএসজি। মেসি রোনালদো ও এমাবাপে-ম্যাচের তিন বড় তারকাই পেয়েছেন জালের দেখা।
 
 
গোলবন্যার এই ম্যাচে তৃতীয় মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে মেসি গোল করলে এগিয়ে যায় পিএসজি (১-০)।নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। তাই ফলাফলও এসেছে। ৩৪ তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো।
 
এর পাঁচ মিনিটের মাথায় বার্নাট লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় পিএসজি। এরপরও ম্যাচে আধিপত্য দেখাতে থাকে ক্রিস্তেফ গলতিয়ের দল। ৪৩ মিনিটে এমবাপের অ্যাসিস্ট থেকে ২-১ করেন পিএসজির মারকুইনহোস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার সুযোগ কাজে লাগাতে পারেননি। এর কিছুক্ষণ নিজের জোড়া গোল পূর্ণ করে ম্যাচে সমতা ফেরান রোনালদো (২-২)।
 
বিরতির পর খেলা হয়েছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। তবে ২৫ মিনিটের ব্যবধানে ৩ গোল করে জয়টা এক প্রকার নিশ্চিতই করে ফেলে পিএসজি। শুরুটা করেন সার্জিও রামোস। ৫৩ তম মিনিটে এমবাপের দেওয়া পাস বটম লেফট কর্ণার থেকে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।
 
এবারও সমতায় ফিরতে দেরি করেনি অল স্টার একাদশ। ৫৬তম মিনিটে গঞ্জালো মার্টিনেজের পাস থেকে স্কোরলাইন ৩-৩ করেন হিউন সো। কিন্তু বিধি বাম। এবারও স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি স্বাগতিকরা।
 
৬০তম মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় অল স্টারের ডিফেন্ডার আলী আল বুলায়হির। আর তাতে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি কিলিয়ান এমবাপে।
 
লিড নিয়ে এবার আর অল স্টারকে সমতায় ফিরতে দেয়নি পিএসজি। উল্টো ৭৮তম মিনিটে একিটিকের গোলে ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
 
এরপর আর দ্রুত ম্যাচে ফিরতে পারেনি অল স্টার। তাই অতিরিক্ত সময়ে টেলিস্কার গোল শুধু ব্যবধানই কমিয়েছে। ৫-৪ গোলে শেষ হয় মেসি-রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।
 
 
 লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর  ধ্রপদী দ্বৈরথের ম্যাচটি একসময় পরিণত হয়েছিল গোল উৎসবে।সউদী আরবের রিয়াদে পিএসজি বনাম রিয়াদ অল স্টারের প্রীতি ম্যাচটিতে দুই দল মিলিয়ে গোল করেছেন নয়টি।তবে ম্যাচটি শেষ পর্যন্ত ৫-৪ এর ব্যবধানে জিতে নেয় লিওনেল মেসির পিএসজি। মেসি রোনালদো ও এমাবাপে-ম্যাচের তিন বড় তারকাই পেয়েছেন জালের দেখা।
 
বিস্তারিত আসছে...
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ