Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলে সর্বকনিষ্ঠ অধ্যাপক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইসরাইলি আরব গ্রামের জাট্টের ৩৫ বছর বয়সী ডাক্তার আবদুল্লাহ ওয়াতাদ তেলআবিব ইউনিভার্সিটির মেডিসিন অনুষদে পূর্ণ অধ্যাপক পদ লাভকারী সর্বকনিষ্ঠ ইসরাইলি চিকিৎসক, যা সাধারণত বয়স্ক ডাক্তারদের দেওয়া হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে অধ্যাপক আবদুল্লাহ ওয়াতাদকে অভিনন্দন জানিয়েছে। ডা. আবদুল্লাহ ওয়াতাদ একজন গ্রন্থি এবং পেশী বিশেষজ্ঞ, তিনি ২০০টিরও বেশি বৈজ্ঞানিক প্রতিবেদন রচনা করেছেন। তিনি একটি ইতালীয় মেডিকেল স্কুল থেকে স্নাতক হয়েছেন এবং ২০১৮ সালে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা ফেলোশিপও করেছেন।

তিনি বলেন, ইসরাইলে একজন আরব হওয়া খুবই আকর্ষণীয়, কারণ আমরা রোগীদের দেখার পাশাপাশি প্রতিদিনের কাজ এবং গবেষণা করতে চাই। তিনি বলেন, ‘সফল হওয়ার জন্য আপনার চারটি জিনিসের প্রয়োজন: ইচ্ছা, একটি লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম এবং একজন পরামর্শদাতা যিনি আপনাকে বিশ্বাস করেন’। ‘একজন ব্যক্তির নিজের ওপর বিশ্বাস রাখা উচিত এবং জানা উচিত যে, সে অনেক দূর যেতে পারে’ বলেন জনাব ওয়াতাদ। সূত্র : হারেৎজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ