Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলওয়ে ক্রীড়ায় সেরা পাকশি

চট্টগ্রাম, ব্যুরো : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

করোনায় দু বছর বন্ধ থাকার পর মাঠে গড়ানো রেলওয়ে ক্রীড়ায় নিজেদের জাত চেনালো পাকশি দল। গতকাল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে দুই দিনব্যাপী ৪২তম বার্ষিক ক্রীড়ায় ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক নিয়ে সেরা হয়েছে ২০১৯ সালের চ্যাম্পিয়ন পাকশি। ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ নিয়ে এবার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সবশেষ চ্যাম্পিয়ন লালমনিরহাটকে। তবে বিজয়ী ও বিজিতদের চমকে দিয়ে আসরের দ্রুততম মানব হয়েছেন পাহাড়তলীর ওমর ফারুক। সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন রেলওয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল হাসান। এছাড়া মহাব্যবস্থাপক (পূর্ব) মো.জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. আবু জাফর মিয়াসহ রেলওয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগের দিন ১৯টি ইভেন্টে ৮টি দলের ১২০ জন ক্রীড়াবিদের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ