Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনের খেলা গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এদিন সান্দা বিভাগে নারীদের -৪৮ কেজিতে আনসারের ইভা ইয়াসমিন দিশা, -৫২ কেজিতে একই সংস্থার শিখা খাতুন, -৫৬ কেজিতে আনসারের প্রমা রানী রায়, -৬০ কেজিতে একই সংস্থার সাকি আক্তার, -৬৫ কেজিতে রিতা বিশ^াস ও -৭৫ কেজিতে আনসারের ফাতেমা স্বর্ণপদক জিতেছেন। এছাড়া -৮৫ কেজিতে সেনাবাহিনীর আসমা আক্তার স্বর্ণপদক জয় করেন। এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নুসরাত-ই-খোদা বাবু এবং এনইএন গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইফাজ আহমেদ। এবারের জাতীয় উশুতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ এবং সার্ভিসেস সংস্থাসহ ৩৬ দলের প্রায় সাড়ে পাঁচশ’ উশুকা অংশ নিচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ