Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিব্বতে নিহত ৮

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে বরফধসে অন্তত আটজন নিহত হয়েছেন। চীন সরকার মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলের মধ্যবর্তী রাস্তার একটি অংশে এই বরফধসের ঘটনা ঘটেছে। বরফের নিচে অনেক মানুষ ও যানবাহন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনা কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ মানুষের সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। গ্লোবাল টাইমস।
ভোটের তারিখ
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এ ছাড়া অঞ্চলটির আরো দুই প্রদেশ নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়—এই তিন রাজ্যেই বিধানসভার আসনসংখ্যা ৬০টি করে। ত্রিপুরার নির্বাচন আগে হলেও তিন রাজ্যেরই ভোট গণনা হবে ২ মার্চ। ২০১৮ সালের বিধানসভা ভোটে বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্য ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি ও তার সহযোগী জনজাতি দল আইপিএফটি। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ