মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত বছরের চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের জিডিপি প্রবৃদ্ধি ছিল ১৩ বছরের সর্বনিম্নে। বৈশ্বিক প্রযুক্তিপণ্যের চাহিদা হ্রাস ও চীনের মতো বৃহৎ বাজারে কভিডসংশ্লিষ্ট অস্থিরতায় ধুঁকেছে বাণিজ্যনির্ভর অর্থনীতিটি। পরিসংখ্যান সংস্থা কর্তৃক বুধবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের জিডিপি শূন্য দশমিক ৮৬ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে একই বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক শূন্য ১ শতাংশ। রয়টার্সের জরিপে যেখানে ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। ২০০৯ সালের আর্থিক মন্দার সময়ে ১ দশমিক ১৩ শতাংশ সংকোচনের পর ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে রেকর্ড সংকোচনের মধ্য দিয়ে গেছে তাইওয়ানের অর্থনীতি। চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের রফতানি বছরওয়ারি কমেছে ৮ দশমিক ৬৩ শতাংশ। ইউক্রেন যুদ্ধ ও চীনের মহামারী পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে এবং সরবরাহ চেইন সংকটের কারণে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে ম্যানুফ্যাকচারাররা। বিভিন্ন যন্ত্রাংশ ও শিল্প উপকরণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভুগেছে তাইওয়ান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।