Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনিনে ইসরাইলি অভিযানে নিহত ২

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, জেনিনে ইসরাইলি দখলদার বাহিনীর আগ্রাসন চলাকালে ৫৭ বছর বয়সী জাওয়াদ ফরিদ বাওয়াকনা বুকে গুলির আঘাতে এবং ২৮ বছর বয়সী মোহাম্মাদ বাসেম জাবারিন পেটের উপরের অংশে গুলি লাগায় শহীদ হন। এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, জেনিনের ঘটনায় পশ্চিম তীরে এ মাসে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল। এদের অধিকাংশ ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হন। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর তারা পশ্চিম তীর দখল করে নেয়। ২০০৫ সাল থেকে জাতিসঙ্ঘ রেকর্ড রাখা শুরু করার পর থেকে পশ্চিম তীরের জন্য ২০২২ সাল ছিল সবচেয়ে ভয়াবহ একটি বছর। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ