Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ট্রাকে চড়ে ঐতিহাসিক যাত্রা বিমানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তিনটি ট্রাকে চড়ে পশ্চিমবঙ্গ থেকে পাশের রাজ্য ওড়িশা গেল পরিত্যক্ত এক সেকেলে ডাকোটা (ডিসি থ্রি) ভিটি এইউআই বিমান। ভাঙাচোরা একটি বিমানকে এত আয়োজন করে ভিনরাজ্যে পাঠানোর কারণ এর ঐতিহাসিক গুরুত্ব। ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের স্বাধীনতা সংগ্রামী বিজু পট্টনায়কের নিজের কলিঙ্গ এয়ারলাইনের বিমান ছিল এটি। এ ধরনের একটি ডাকোটা বিমানেই ১৯৪৭ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী সুতান সাজারিরকে উদ্ধার করে ভারতে নিয়ে এসেছিলেন বিজু। বুধবার বিকেলের দিকে পশ্চিমবঙ্গ-ওড়িশা রাজ্যের সীমানায় অবস্থিত লক্ষ্মণনাথ টোল প্লাজায় পৌঁছায় বিমানের অংশবাহী তিনটি ট্রাক। রাতের মধ্যেই এগুলোর প্রাদেশিক রাজধানী ভুবনেশ্বরে পৌঁছানোর কথা ছিল। কলকাতা-ভুবনেশ্বর জাতীয় সড়কের দুপাশের মানুষের মধ্যে বুধবার সকাল থেকেই এজন্য ছিল সাজো সাজো রব। দমদমের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রাকে করে রওয়ানা হয় ঐতিহাসিক বিমানটির অংশগুলো। এই দৃশ্য দেখতে সড়কের দু’পাশে মানুষের ঢল নামে। ইতিহাসবিদ অনীল ধীরের মতে, ডাকোটা বিমান খুব পছন্দের ছিল বিজু পট্টনায়কের। বিজু পট্টনায়কই ওডিশার বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়কের বাবা। বিজুর প্রতিষ্ঠিত কলিঙ্গ এয়ারলাইনসের ছিল ১০টির বেশি ডাকোটা উড়োজাহাজ। ব্রিটিশ ভারতের একসময়ের রাজধানী কলকাতা ছিল এর সদর দপ্তর। এনডিটিভি, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ