Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুয়েতের কাছে ৩৭০ মিলিয়ন ডলারে সশস্ত্র ড্রোন বিক্রি করতে যাচ্ছে তুরস্ক। তবে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান বায়কার কয়টি ড্রোন কুয়েতের কাছে বিক্রি করবে, তা প্রকাশ করা হয়নি। সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে সাফল্য লাভ করার প্রেক্ষাপটে তুরস্কের বায়কারের টিবি২ ড্রোনের আন্তর্জাতিক চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।। আর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সফলভাবে এই ড্রোন ব্যবহারের ফলে এর চাহিদা আরো বেড়ে যায়। বায়কার এক বিবৃতিতে জানায়, বায়রাকতার টিবি২ ড্রোন রফতানি নিয়ে কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ৩৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে। কুয়েতের কাছে কতটি ড্রোন বিক্রি করা হবে, সে ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনা প্রতিষ্ঠানগুলোকে হারিয়ে বায়কার এগিয়ে চলেছে। কুয়েত ক্রয় করায় বায়াকতার টিবি২ ড্রোন কেনা দেশের সংখ্যা ২৮-এ উন্নীত হলো। মিডলইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ