Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটার পাখি লাখ ডলারে বিক্রি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সান ফ্রান্সিসকো সদর দপ্তরে শতাধিক জিনিসের নিলাম শেষ হয়েছে। বিবিসি জানিয়েছে, নিলামে টুইটারের জনপ্রিয় পাখির লোগো সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। নিলামে লোগোর পাখিটি বিক্রি হয়েছে এক লাখ ডলার বা ৮১ হাজার পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ছয় লাখ ৭৬ হাজার ১৩০ টাকা। নেটিজেনরা বলছেন, টুইটারের ওই কার্যালয়ের কিছু জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। বাজারে কিনতে গেলে ওইসব জিনিসের দাম অনেক কম। অথচ ব্যবহৃত জিনিসের দাম নিলামে বেশি ধরা হচ্ছে। গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পর এর মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির খরচ কমানোর দিকে নজর দিয়েছেন। তারই অংশ হিসেবে ওইসব জিনিস বিক্রি করে দেওয়া হলো। টুইটার কিনে নেওয়ার পর কম্পানির প্রায় সাড়ে সাত হাজার কর্মীর অর্ধেককে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। তিনি টুইটারের অনেক সুবিধাও বন্ধ করে দিয়েছেন। তার মধ্যে রয়েছে বিনা মূল্যের খাবার। নিলামের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি নিলামকারী প্রতিষ্ঠান। তবে বিক্রি হওয়া কিছু জিনিসের ব্যাপারে তথ্য জেনেছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ সেন্টিমিটার বা ৬ ফুট আকারের প্রতীক নিলামে বিক্রি হয়েছে প্রায় ১৫ হাজার ডলারে। কনফারেন্স কক্ষের কাঠের টেবিল সাড়ে ১০ হাজার ডলারে বিক্রি হয়েছে। কার্যালয়টির সাবেক কফি বারের মেশিন বিক্রি করা হয়েছে ৩০ হাজার ও সাড়ে ১৩ হাজার ডলারে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ