Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা তিন জয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

আগের দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করলেও এবার টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল বেনোনিতে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি তারা। শুরুতেই লাসিয়া মুল্লাপুদিকে মাত্র ৫ রানে সাজঘরে ফেরান দিশা বিশ্বাস। এরপর ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংগ্রা ও ¯িœগ্ধা পল। তবে ৩৯ বলে ২০ রান করে রানআউট হন ধ্রিংলা। ¯িœগ্ধা আউট হন ৩৭ বলে ২৬ রান করে। ধ্রিংলা ও ¯িœগ্ধার বিদায়ের পর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ’ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক গীতিকা। শেষ পর্যন্ত ১৭ রানে অপরাজিত থাকেন ইসানি। ফলে নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেটে ১০৩ রান তুলে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অধিনায়ক দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান খরচায় শিকার করে ২টি উইকেট।
যুক্তরাষ্ট্রের দেওয়া স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানেই বিদায় নেন বাংলাদেশের দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তার। সাময়িক বিপর্যয় দৃঢ়তার সঙ্গেই সামাল দেন স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তার। স্বর্ণা ১৪ বলে ২২ রানে ও দিলারা ১৫ বলে ১৭ করে আউট হন। এ দুই ব্যাটার পর পর বিদায় নিলে ফের চাপে পড়ে বাংলাদেশ নারী দল। তবে দিশা বিশ্বাস (১৭ বলে ১০) ও পরে মিষ্টি সাহাকে নিয়ে বাকি পথ নিরাপদেই পাড়ি দেন রাবেয়া। দু’জনে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। ২৪ বলে অপরাজিত ১৮ রান আসে রাবেয়ার ব্যাট থেকে। আর মিষ্টি ১৩ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
যুক্তরাষ্ট্রের আদিতিবা ১৫ রান খরচায় পান ২টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশের দিশা বিশ্বাস।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র- ২০ ওভারে ১০৩/৪ (¯িœগ্ধা ২৬, ধিংগ্রা ২০; দিশা ১৩/২, মারুফা ১৭/১)
বাংলাদেশ- ১৭.৩ ওভারে ১০৪/৫ (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*; আদিতিবা ১৫/২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: দিশা বিশ্বাস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ