Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার সফর নিয়ে ধূ¤্রজাল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে গতকাল দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন। এই সম্মেলনেই জানানো হবে জুনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশে আগমন বিষয়ে সর্বশেষ অগ্রগতি। আর্জেন্টিনাকে জুন উইন্ডোতে ঢাকায় ম্যাচ খেলতে আগেই আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। বাফুফের শীর্ষ কর্মকর্তারা আগেই জানিয়েছেন, আর্জেন্টিনা জুনে বাংলাদেশে এসে ম্যাচ খেলতে চায়। এ বিষয়ে অগ্রগতির বিস্তারিত জানানোর কথা সংবাদ সম্মেলনে। কিন্তু সংবাদ সম্মেলন শুরুর ঠিক ৩ ঘণ্টা আগে বাফুফের মিডিয়া বিভাগ থেকে বার্তা আসে দুপুর আড়াইটার নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে। কারণ অনিবার্য। সেই সঙ্গে দুঃখ প্রকাশও। এতে সাংবাদিকদের মনে প্রশ্ন জাগে এক রাতে কী এমন হলো যে সংবাদ সম্মেলনই বাতিল করতে হয়েছে? কাল দুপুরে মতিঝিলের বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের ভিড়। বাফুফের নির্বাহী কমিটির কাউকে পাওয়া যায়নি। কোন কর্মকর্তা ফোনও ধরেননি। হঠাৎ কেন সংবাদ সম্মেলন ডাকা, কেনইবা তা বাতিল করা? এসবের কোনো কারণই জানা যায়নি। তবে কাল সন্ধ্যার একটু আগে বাফুফের মিডিয়া বিভাগ থেকে ফের বার্তা আসে সাংবাদিকদের কাছে। যেখানে বলা হয়, আর্জেন্টিনার বাংলাদেশ সফর বিষয়ে বাফুফের যাবতীয় কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান রয়েছে। এ বিষয়ের অগ্রগতি যথাসময়ে জানানো হবে। কয়েক ঘন্টার ব্যবধানে বাফুফে থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তি এবং কর্মকর্তাদের সাংবাদিক এড়িয়ে চলার কারণে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে ধূ¤্রজাল। এখন সবার মনে একই বিশ্বজয়ী মেসিরা শেষ পর্যন্ত ঢাকায় আসবেন তো?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ