Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টেকেন ফোর’ করার পরিকল্পনা নেই লিয়াম নিসনের

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লিয়াম নিসন ‘টেকেন’ সিরিজে প্রাক্তন সিআইএ অপারেটিভ ব্রায়েন মিলসের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি অ্যাকশন থ্রিলারটির তিনটি পর্বে অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পর্ব নির্মাণের কোনও সম্ভাবনা নেই।
‘দ্য লেট নাইট শো উইথ স্টিফেন কোলবেয়ার’ অনুষ্ঠানে ‘টেকেন ফোর’ নির্মাণের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ৬৪ বছর বয়সী অভিনেতাটি বলেন, “কোনও পরিকল্পনা নেই। না, অবশ্যই নেই। আর কতবার একজনের কন্যা অপহরণের শিকার হয়। আসলে এমন অবস্থা যদি আরেকবার আসে বলা যাবে, ‘দয়া করে কি আমার মেয়েটিকে। উঠিয়ে নেবেন?”
‘শিন্ডলার’স লিস্ট’ তারকাটি ‘টেকেন’ প্রথম পর্বে তার বিখ্যাত সংলাপটি নিয়ে বলেন, “আমি কোনও কাজে দাঁড়িয়ে ছিলাম। পাশে আরেকজন দাঁড়িয়ে ছিল, আমরা পরস্পরের দিকে তাকাইওনি। আমি শুনলাম সে বলছে, ‘আই উইল ফাইন্ড ইউ’। বুঝুন অবস্থাটা।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ