Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইডেন ফিনল্যান্ডকে আল্টিমেটাম

তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরীয় অঞ্চলের ঘটনা নিয়ে তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সুইডেন ও ফিনল্যান্ডকে ১৩০ জন ‘সন্ত্রাসীকে’ দেশ থেকে বের করে দেওয়া কিংবা আঙ্কারার কাছে হস্তান্তরের আল্টিমেটাম দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। দেশ দুটির ন্যাটোতে যোগদানের আবেদনে সমর্থন দেওয়া নিয়ে তুরস্কের পার্লামেন্ট সিদ্ধান্ত নেওয়ার আগেই ওই সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন এরদোগান। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর গত বছর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। নিয়মানুযায়ী, নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে ৩০ জাতির এই জোটের সবার সম্মতি থাকতে হয়। তবে তুরস্ক ও হাঙ্গেরি এখনও এ বিষয়ে রাজি হয়নি। তুরস্ক বলছে, সুইডেনকে বিশেষত, প্রথমেই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান নিতে হবে; মূলত কুর্দি মিলিশিয়া এবং ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য দায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নিতে হবে। রোববার এরদোগান এক মন্তব্যে বলেছেন, “আমরা বলছি দেখুন, আপনারা যদি সন্ত্রাসীদেরকে আমাদের কাছে হস্তান্তর না করেন, আমরা এটি (ন্যাটোতে যোগদানের আবেদন) কোনওভাবেই পার্লামেন্টে পাস করাতে পারব না।” গত নভেম্বরে সুইডিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে এরদোগান একথা বলেন। তিনি আরও বলেন, এটি (আবেদন) পার্লামেন্টে পাস হতে হলে প্রথমেই আপনাদেরকে ১শ’র বেশি, প্রায় ১৩০ সন্ত্রাসীকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে।” এছাড়াও ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, আঙ্কারা তার দেশের গুরুত্বপূর্ণ অংশীদার। এটা শুধু এই অঞ্চলেই নয়, পুরো দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্যাট রাইডার বলেন, বিশ্বমঞ্চে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। আঙ্কারার কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্যাট রাইডার বলেন, এটা কংগ্রেসের একটি সিদ্ধান্ত। তিনি বলেন, ‘অবশ্যই যখন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আসে, আমরা সবসময় বলেছি যে, আঙ্কারা একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও মিত্র।’ পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘আমরা তুরস্কের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবো যে, কীভাবে আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারি এবং আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চাহিদাগুলো নিশ্চিত করতে পারি।’ অপর এক খবরে বলা হয়, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য তুরস্ক সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। মঙ্গলবার তেহরান ছাড়ার আগে ইরানি মন্ত্রী সাংবাদিকদের জানান, পশ্চিম এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেসব ঘটনা ঘটে চলেছে। তিনি তা নিয়ে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করবেন। তিনি জানান, গত সপ্তাহে সিরিয়া এবং লেবানন সফরের সময় তিনি এসব বিষয় নিয়ে এই দুই দেশের কর্মকর্তাদের আলোচনা করেছেন। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি তুরস্ক সফরে যাবেন এবং এই সফরে যেসব চুক্তি হতে পারে তা নিয়ে তিনি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করবেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে প্রেসিডেন্ট রায়িসি এর সফর করবেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ রায়িসির সরকার আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমির আব্দুল্লাহিয়ান জানান, তুরস্ক এবং রাশিয়া দুই দেশই তার সফর করার কথা ছিল কিন্তু এই মুহূর্তে মস্কো সফর স্থগিত করা হয়েছে। আনাদোলু এজেন্সি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ