Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাভোস সামিট ঘিরে অন্য রকম ব্যবসা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হয়েছে ৫ দিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। এবারের সামিটের আলোচন্য বিষয়ের মধ্যে থাকবে ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, আবহাওয়া পরিবর্তন ও অসমতা। সামিটে আন্তর্জাতিক পর্যায়ের বিরল ভাষণ দেয়ার কথা ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কির। এর আগের দু’বছরের সম্মেলনে প্রাধান্য বিস্তার করেছিল করোনা ভাইরাস। মঙ্গলবারের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা। এর মধ্যে আছে উৎপাদন, পরিবেশবান্ধব পদ্ধতিতে প্রত্যাবর্তন, যক্ষার ইতি ঘটানোর প্রচেষ্টা, বন্যা, পানি, শক্তি প্রভৃতি। এতে স্পিকার হিসেবে থাকার কথা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হি’র। এতে অংশ নেয়ার কথা প্রায় ৬০০ প্রধান নির্বাহী ও কমপক্ষে ৬০ টি দেশের সরকার প্রধানের। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। কিন্তু এ সম্মেলনকে সামনে রেখে ভিন্ন রকম এক ব্যবসা পেতে বসেছেন দেহপসারিণীরা। এই সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন নানা পর্যায়ের ধনকুবের। এ সময়টাতে দেহব্যবসা বেশ জমজমাট থাকে। ডেলিগেটরা যেসব হোটেলে অবস্থান করছেন, সেখানে তাদের পাশাপাশি থাকার জন্য এরই মধ্যে এসব দেহব্যবসায়ী নারীরা হোটেল বুকিং দিচ্ছেন বা দিয়েছেন। ডেইলি মেইল আরও বলেছে, বিশ্বের অভিজাতরা অসমতা সহ বিভিন্ন বড় সমস্যা মোকাবিলা নিয়ে যোগ দেবেন এই সম্মেলনে। তাদের এই সম্মেলনকে টার্গেট করেছে দেহব্যবসায়ী নারীরা। বছরের এই সময়টাতে যৌনকর্মীদের চাহিদা থাকে আকাশচুম্বী। বিশ্ব নেতাদের সঙ্গে এতে যোগ দিতে ব্যবসায় টাইকুন বা ধনকুবের হিসেবে পরিচিতরা সমবেত হচ্ছেন বা হয়েছেন সেখানে। ক্ষমতাধর এসব বস ও তাদের কর্মীরা যেসব হোটেলে অবস্থান করবেন, সেইসব হোটেলেই এসকর্ট নামে পরিচিত এসব নারী নিজেরা বুকিং দিয়েছেন। ১৬ই জানুয়ারি ৫ দিনের এই সম্মেলন শুরু হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সুইজারল্যান্ডে দেহব্যবসা বৈধ। তা সত্ত্বেও লিয়ানা নামে পরিচয় দেয়া একজন যৌনকর্মী বলেছেন, তিনি বিজনেস এলিটদের মতো পোশাক পরছেন, যাতে তাকে এক্সিকিউটিভদের থেকে আলাদা করা না যায়। জার্মানির বিল্ড পত্রিকাকে তিনি বলেছেন, তিনি নিয়মিত সাক্ষাৎ পান আমেরিকানদের। তারা বছরের বিভিন্ন সময়ে সুইজারল্যান্ড সফরে যান। আর এখন সম্মেলনে ২৭০০ অতিথির মধ্যে তো তারা আছেনই। প্রতি ঘন্টার জন্য তিনি নিয়ে থাকেন প্রায় ৭০০ ইউরো। পুরো রাতের জন্য তার চার্জ ২৩০০ ইউরো। সঙ্গে ভ্রমণের খরচ। আরগাউ-এ একটি এসকর্ট সার্ভিসের ম্যানেজার বলেছেন, সামিটের স্থান থেকে তার এই এলাকা প্রায় ১০০ মাইল দূরে। তবে, তিনি এরই মধ্যে ১১টি বুকিং সম্পন্ন করেছেন। ২৫ জন ইনকুয়ারি করেছেন। তিনি আশা করছেন, এই সপ্তাহে আরও এসকর্ট তার অধীনে যাবেন। তিনি ২০ মিনুটেন’কে বলেছেন, কিছু এসকর্ট নিজেরাই বুকিং দিচ্ছেন। হোটেল স্যুটে নিজেদের কর্মীরাও বুকিং দিচ্ছেন। যৌনকর্মী এবং লেখিকা স্যালোমে বালথুন টুইটারে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, সুইজারল্যান্ডের ডেট মানেই হলো নিরাপত্তাকর্মীদের দিকে হোটেল করিডোরে রাত ২টায় ‘বন্দুক তাক’ করা। তারপর চকোলেট বিনিময়। ধনীদের নিয়ে গল্পগুজব। ৩৬ বছর বয়সী এই যুবতী অবস্থান করছেন ডাভোসের কাছে একটি হোটেলে। সামিট চলার পুরো সময় তিনি সেখানে থাকবেন। তবে তার খদ্দেরের তালিকায় কোন রকম প্রভাবশালী আছেন, তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। বলেন, বিশ্বাস করুন। আপনি তাদের সম্পর্কে কিছু জানতে পারবেন না। এ বিষয়ে অনুসন্ধান করে ২০২০ সালে। তাতে সুইস পুলিশ কর্মকর্তার দেয়া তথ্যে বলা হয়, ডাভোস সামিটকে সামনে রেখে সেখানে গিয়েছিলেন কমপক্ষে ১০০ দেহব্যবসায়ী নারী। এই ফোরামের একজন গাড়িচালক বলেছেন, তিনি একজন যৌনকর্মীকে বহন করেছেন। কারণ, একটি ডেলিগেট হোটেলে বয়স্ক একজন ক্লায়েন্টের সঙ্গে শয্যাসঙ্গিনী হতে তাকে বাধ্য করেছেন তার ‘বস’। দ্য টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ