Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচতে নাচতে ভেঙে পড়লো ফ্লোর ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পেরুতে ফ্লোর ভেঙে পড়ে মাটিতে গড়ালেন স্নাতক শেষে পার্টিতে নাচ করা শিক্ষার্থীরা। শুধু তাই নয় তাদের পড়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। টিকটকে এই ভিডিওর ভিউ হয়েছে ৪ দশমিক ২ মিলিয়ন বা ৪২ লাখ। পেরুর একটি গণমাধ্যম জানিয়েছে, সান মার্টিনের একটি কলেজের স্নাতকদের পার্টিতে ঘটে এ ঘটনা। টিকটক অ্যাকাউন্টে গত ১৭ ডিসেম্বর ওই নাচের ফ্লোর ভেঙে পড়ার ভিডিও আপলোড করা হয়। তবে কেন এমনটি হলো তা জানা যায়নি। বলা হচ্ছে, নাচের ওই মঞ্চ ছিল কাঠের তৈরি। সেখানে ভিড় বেশি হওয়ার ভার সইতে পারেনি এটি। এ ঘটনার পর ২৫ শিক্ষার্থীকে অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে, কোনো প্রাণহানি ঘটেনি এতে। যদিও তাদের কী রকম আঘাত লেগেছে তাও জানা যায়নি। এর আগে ব্রাজিলে গত সেপ্টেম্বরে একই ধরনের একটি ঘটনা ঘটে। নিউইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ