মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির একটি কয়লাখনি নিয়ে বিক্ষোভ করায় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা টুনব্যার্গকে আটক করেছিল জার্মান পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা যায় পাঁজাকোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। তবে তাকে পরে ছেড়ে দেয়া হয়েছে। ডয়চে ভেলে জানিয়েছে, কয়লাখনির বিস্তারের জন্য লুয়েটজেরথে একটি গ্রাম ভেঙে ফেলা হচ্ছে। আর তার প্রতিবাদেই জার্মানিতে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবেশকর্মীরা। সেই বিক্ষোভে যোগ দিতে জার্মানি যান গ্রেটা। আর তাতেই আটক করা হয় তাকে। ঘটনার দিন গ্রেটা ওই গ্রামে বিক্ষোভকারীর সঙ্গে নিষেধাজ্ঞা ভেঙে কয়লাখনির পাশে চলে যান। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণে খনির অত কাছে কাউকে যেতে দেয়া হচ্ছে না। টুনব্যার্গসহ কয়েক ডজন মানুষকে তাই আটক করে সরিয়ে দেয়া হয়েছে। একজন বিক্ষোভকারী খনির মধ্যে ঝাঁপ দিয়েছেন। তিনি কতটা আহত তা জানা যায়নি। ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট পরিহিত পুলিশ গ্রেটাকে পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছে। তারা টুনব্যার্গ ও অন্য বিক্ষোভকারীদের একটি বাসে তোলে। গত শনিবারও টুনব্যার্গ একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছেন, জার্মান সরকার কয়লা সংস্থার সঙ্গে সমঝোতা করেছে, এটা লজ্জাজনক কাজ।পরিবেশরক্ষার জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। পরিবেশ কর্মীরা তাই কয়লাখনির বিস্তারের পরিকল্পনার বিরোধিতা করছেন। এই বিক্ষোভ জার্মানির বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। মঙ্গলবার নর্থ রাইন ওয়েস্টফালিয়ার নানা জায়গায় এই বিক্ষোভ হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে যাতে কয়লা নিয়ে না যাওয়া যায়, সেজন্য ট্রেন অবরোধ হয়েছে। ডুসেলডর্ফে ১৫০ জন বিক্ষোভকারী সিটি সেন্টারে বিক্ষোভ দেখিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রবল প্রতিবাদ হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।