মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বেঙ্গালুরুতে এক বৃদ্ধকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গেল স্কুটি আরোহী যুবক। এত দূর বাইকের পেছনের অংশ ধরে ঝুলে রইলেন বৃদ্ধ, কিন্তু চালকের যেন কোনো হুঁশ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল। জানা গেছে, একটি এসইউভি গাড়িতে ধাক্কা মেরেছিলেন ওই বাইক আরোহী যুবক। ধাক্কা দেওয়ার পরও তিনি পালানোর চেষ্টা করেন। ওই সময় গাড়ি থেকে নেমে স্কুটির পেছনের অংশ টেনে ধরেন গাড়ির বৃদ্ধ চালক। আর তখনই ওই বৃদ্ধকে স্কুটিটি টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এদিকে, রাস্তার ওই দৃশ্য দেখে ওই স্কুটি আরোহীকে ফলো করে কয়েকটি বাইক ও অটো। শেষপর্যন্ত একটি অটো ও বাইক স্কুটি চালককে থামান। আশ্চর্যজনকভাবে স্কুটি ছেড়ে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ। শুরু হয় স্কুটি আরোহীর সঙ্গে পথচারীদের তর্কাতর্কি। শেষপর্যন্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ নিয়ে বেঙ্গালুরু ওয়েস্টের ডিসিপি সংবাদমাধ্যমে বলেন, শহরের একটি হাসপাতালে ওই বৃদ্ধের চিকিৎসা চলছে। ওই স্কুটি আরোহীকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।