Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্ডানের রাষ্ট্রদূতকে আল-আকসায় ঢুকতে বাধা ইসরাইলের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জর্ডানের রাষ্ট্রদূতকে প্রবেশে বাধা দিয়েছে ইসরাইল। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান। একইসঙ্গে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলবও করেছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পরিদর্শনের সময় দেশটির রাষ্ট্রদূতকে পুলিশ বাধা দেওয়ার প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডান। মঙ্গলবার এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি রাষ্ট্রদূতকে ‘তার সরকারের কাছে অবিলম্বে পৌঁছে দেওয়ার জন্য কঠোর ভাষায় লেখা একটি প্রতিবাদের চিঠি’ হস্তান্তর করা হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ বিভাগ আল-আকসা মসজিদসহ জেরুজালেমের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধানকারী একক কর্তৃপক্ষ বলেও চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনান মাজালি বলেছেন, ‘দখলদার শক্তি হিসেবে ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মেনে চলতে হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ