Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৮:৪৫ পিএম

বিদ্যুতের পর ফের গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সারাদেশে যখন জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে, তখন সেই ক্ষোভকে প্রশমিত না করেই গ্যাসের মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি প্রমাণ করে সরকার জনগণকে মানুষই মনে করছে না। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের ফলে আবারো প্রমাণ হলো সরকার জনগণের সরকার নয়, লুটেরা ও দুর্নীতিবাজ সরকার। বিদ্যুতের পর গ্যাসের মূল্যবৃদ্ধি করে চরম দুর্ভোগে থাকা জনগণকে সীমাহীন বিপথে ও দুর্ভোগের মধ্যে ঠেলে দিলো।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভুলনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুঃসময় অতিক্রম করছে। এর মধ্যে গত ৪ দিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর এখন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র-কুটির শিল্প, বিদ্যুৎকেন্দ্র এমনকি হোটেল রেস্তোরা খাতে গ্যাসের মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, বিদ্যুৎ ও খাদ্যের দাম আবারো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে। পীর সাহেব চরমোনাই আরো বলেন, এমনিতেই গ্যাসের সঙ্কট মারাত্মক আকার ধারন করেছে। কল-কারখানা এমনকি বাসা-বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, গ্যাস সঙ্কটে বাসা বাড়ির চুলা জ্বলছে না, কল-কারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে, জনগণের জীবন যাত্রার ব্যয় আরো বৃদ্ধি পাবে।



 

Show all comments
  • jack ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:৫২ পিএম says : 0
    পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করেছিলাম যে আমাদের দেশের জনগণের কাছে আমরা জঘন্য ভাবে অত্যাচারিত হব যেটা কিনা পাকিস্তানিরা কখন আমাদের উপর করে নাই শুধু 71 সালে করেছিল এই বর্বর সরকারকে না হওয়া পর্যন্ত আমরা জনগন এদেশে শান্তিতে থাকতে পারবো না
    Total Reply(0) Reply
  • jack ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:৫২ পিএম says : 0
    পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করেছিলাম যে আমাদের দেশের জনগণের কাছে আমরা জঘন্য ভাবে অত্যাচারিত হব যেটা কিনা পাকিস্তানিরা কখন আমাদের উপর করে নাই শুধু 71 সালে করেছিল এই বর্বর সরকারকে না হওয়া পর্যন্ত আমরা জনগন এদেশে শান্তিতে থাকতে পারবো না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ