Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইতিহাসকে নায়ক-খলনায়কে ভাগ করে ফেলা হয় ভারতে

নতুন বইয়ের প্রচারে উইলিয়াম ডালরিম্পল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নতুন বই ‘দ্য গোল্ডেন রোড’ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল। এশিয়া জুড়ে ভারতের প্রভাব, চীনে বৌদ্ধধর্ম ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হিন্দুধর্মের প্রসার তুলে এনেছেন বইটিতে। সম্প্রতি ডিসি কিজাকেমুরি ফাউন্ডেশন আয়োজিত ষষ্ঠ কেরালা সাহিত্য উৎসবে তিনি বার্তা সংস্থা আইএএনএসের কাছে তুলে ধরেন ইতিহাস নিয়ে দৃষ্টিভঙ্গি। উইলিয়াম ডালরিম্পল বলেন, ইতিহাসকে প্রতিটি প্রজন্মেই পুনঃপরীক্ষা করতে হয়। নতুন করে তাকাতে হয়, চিন্তা ও আলোচনা করতে হয় বারবার। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ইতিহাসের জন্য মন্দ নয়। সঙ্গে যোগ করেন, আলোচনা ও বিতর্কের এ বৈচিত্র্য বৈধ। তবে প্রাথমিক উৎসের ওপর তাকিয়েই যা করার, করতে হবে। রাজনৈতিক মতবাদ, জাতিবাদী প্রবণতা কিংবা ধর্মীয় প্রোপাগা-ার জন্য নয়। দুঃখজনকভাবে ভারতে বিশেষ ধরনের প্রবণতা দেখা যায়। ইতিহাসকে মহান নায়ক ও ভয়াল খলনায়ক চরিত্রের দুটি শিবিরে ভাগ ফেলার প্রবণতা। বাস্তবে মানুষ পুরোপুরি সাদা বা কালো নয়। আমরা প্রত্যেকেই ধুসর বর্ণের নানা স্তরের প্রকাশ মাত্র বলেও উল্লেখ করেন এই ইতিহাসবিদ। ড্যালরিম্পলের জন্ম স্কটল্যান্ডে, ১৯৮৯ সাল থেকেই বসবাস করছেন ভারতে। ওই সময় পাঁচ বছরের গবেষণা করে লেখেন ‘দ্য সিটি অব জিনস: আ ইয়ার ইন দিল্লি’, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ