Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাকসিনের মেয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

থাইল্যান্ডের স্বেচ্ছানির্বাসিত সাবেক সরকারপ্রধান থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পিয়াতংটার্ন সিনাওয়াত্রা এ বছর প্রধানমন্ত্রী পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। একটি সেনা অভ্যুত্থানে আট বছর আগে তার বাবার নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির সরকারের পতন হয়। এ মুহূর্তে সেই দলটিকে আবার ক্ষমতায় আনাই তার লক্ষ্য। মঙ্গলবার ফ্রি মালয়েশিয়া টুডের এক খবরে এ তথ্য জানানো হয়। পিয়াতংটার্ন সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের লক্ষ্য নির্বাচনে জেতা, আর আমি প্রস্তুত। এর আগে সরকারে থাকতে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য।’ প্রসঙ্গত, ফেউ থাই গ্রাম ও শহর এলাকার নিম্নবর্গের মানুষ, বিশেষ করে শ্রমিকদের মধ্যে বেশ জনপ্রিয়। অবশ্য শেষবার ২০১৯ সালের নির্বাচনে তারা বেশিরভাগ আসন জিতেও সরকার গঠন করতে পারেনি। তবে বর্তমানে ক্ষমতাসীন সেনাশাসক প্রয়ুথ চান-ওচার চেয়ে জনমত জরিপে বেশ এগিয়ে আছেন ৩৬ বছর বয়সী পিয়াতংটার্ন। ক্ষমতাসীন এ সেনাশাসকই তার বাবাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। প্রয়ুথ চান ২০১৪ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছেন। ফ্রি মালয়েশিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ