Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামানের পানিতে শ্যাম্পু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পানিকামান ব্যবহার করেছিল পুলিশ। কিন্তু তাদের চমকে দিয়ে বিক্ষোভকারীরা পকেট থেকে শ্যাম্পুর প্যাকেট বার করে মাথায় ঢেলে নিলেন। আর কামান থেকে ছিটকে আসা পানিতে ধুয়ে নিলেন মাথা। এমনই অভিনব প্রতিবাদ দেখল শ্রীলঙ্কা।

গত রোববার জাফনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা ছিল প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের। তার সফরের আগেই বিশ্ববিদ্যালয় চত্বরের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। তামিল গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা পুলিশ নাল্লুর আরাসাতি রোড এবং ভাইমান রোডের সংযোগস্থলে ব্যারিকেড করে রাখে। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে শ্রীলঙ্কায় বসবাসকারী কয়েকশো তামিল এগোতে শুরু করলে পানিকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তখনই বিক্ষোভকারীরা ওই পানিতে শ্যাম্পু করেন, মাথা ধুয়ে নেন। স্তম্ভিত হয়ে যায় পুলিশও। সূত্র : তামিল গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ