Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিদের বিপক্ষে নাসরের অধিনায়ক রোনালদো

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আল নাসর ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলার কথা নিশ্চিত করা হয়েছিল আগেই। এবার দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো পর্তুগিজ মহাতারকার নাম। সউদী আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি হবে আগামীকাল। রোনালদোর সউদী দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা গতপরশুই টুইট করে জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ। রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার একটি ভিডিওও পোস্ট করেন তিনি।
ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের শেষ দিন আড়াই বছরের চুক্তিতে আল নাস্রে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাবের হয়ে এখনও অভিষেক হয়নি ৩৭ বছর বয়সী তারকার। আল নাসরের জার্সিতে মাঠে নামার আগেই তাই সউদী ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে রোনালদোর।
সবকিছু পরিকল্পনামতো হলে পিএসজির বিপক্ষে আল হিলাল ও আল নাসর সম্মিলিত দলের প্রীতি ম্যাচটি দিয়ে মুখোমুখি লড়াইয়ে দেখা হবে রোনালদো ও লিওনেল মেসির। সবশেষ দুজনের দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল জুভেন্টাস। ইতালিয়ান দলটির হয়ে রোনালদো করেছিলেন জোড়া গোল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ