Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিভাগ দাবা লিগ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে গতকাল শুরু হয়েছে মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের খেলা। এই লিগে ৪০টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে চারজন নিয়মিত ও দুইজন অতিরিক্ত দাবাড়– রয়েছেন। লিগের খেলা ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষস্থান পাওয়া দু’টি দল এ বছর অনুষ্ঠিতব্য প্রথম বিভাগ দাবা লিগে অংশ নিবে। আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা হওয়ায় দাবাড়–দের রেটিং বৃদ্ধির সুযোগ থাকছে। ৫০ হাজার টাকার প্রাইজমানি থাকবে। চ্যাম্পিয়ন ২৫ হাজার, রানার্সআপ ১৫ হাজার তৃতীয় হওয়া দল ১০ হাজার টাকার প্রাইজমানি পাবে। কাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ