নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ এশিয়ার বৃহৎ ক্রীড়া আসর সাউথ এশিয়ান (এসএ) গেমসে গত এক যুগেও স্বর্ণপদকের মুখ দেখেনি বাংলাদেশের উশু। ২০১০ সালে সর্বশেষ দুটি স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের উশুকারা। যদিও করোনাকালীন বিশ^ উশু চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান ট্রেডিশনাল উশু চ্যাম্পিয়নশিপে ভার্চুয়ালি খেলে সোনার মুখ দেখেছে লাল-সবুজরা। তবে এক যুগ অপেক্ষার অবসান ঘটাতে প্রত্যয়ী বাংলাদেশ উশু ফেডারেশন। সে লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ এবং সার্ভিসেস সংস্থাসহ ৩৬ দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় উশু প্রতিযোগিতা। মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী প্রতিযোগিতায় প্রায় সাড়ে পাঁচশ’ উশুকা অংশ নেবেন।
টুর্নামেন্ট প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন গতকাল বলেন,‘এই টুর্নামেন্ট থেকে আমরা জাতীয় দলের জন্য আরও উশুকা খুঁজে নেবো। যাতে এসএ গেমসে এক যুগের অবসান ঘটাতে পারি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।