মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে গুলিতে ছয় মাসের একটি শিশু, ১৭ বছর বয়সী এক মাসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির গোশেন শহরে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ‘ভয়াবহ হত্যাকা-’ বলে বর্ণনা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্ল্যুারি কাউন্টির শেরিফ মাইক বুড্র সোমবার সাংবাদিকদের জানান, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে মারা হয়েছে। এ ঘটনায় অন্তত দুই সন্দেহভাজন জড়িত ছিল এবং তারা ধরা পড়েনি বলে জানিয়েছেন তিনি। বুড্র বলেছেন, “আমরা আরও বিশ্বাস করি, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। আমাদের বিশ্বাস, পরিবারটিই হামলার লক্ষ্য ছিল। আমাদের ধারণা এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত আছে, সেই সঙ্গে সম্ভাব্য মাদক তদন্ত।” শেরিফ দপ্তর গত সপ্তাহে এই বাড়িতে মাদকের খোঁজে তল্লাশি চালিয়েছিল বলে জানান এই কর্মকর্তা। সোমবার ভোরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের দেখতে পায়। তখনও একজন জীবিত ছিল, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বুড্র। তবে তাৎক্ষণিকভাবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, “আমার কাছে আরও কিছু তথ্য আছে, কিন্তু এই পয়েন্টে আলোচনা করার স্বাধীনতা আমার নেই। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।