Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করাচিতে দাউদ ইব্রাহিম দ্বিতীয় স্ত্রীও পাকিস্তানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দ্বিতীয়বার বিয়ে করলেন ভারতের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া নেতা দাউদ ইব্রাহিম। পাকিস্তানে ফের বিয়ের দ্বারপ্রান্তে দাউদ। বিশেষ সূত্রে জানা গেছে, তার প্রথম স্ত্রী মোহজাবিন শেখ এখনও দাউদের সঙ্গে রয়েছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সামনে এটি স্বীকার করেছেন। জানা গেছে, এই তথ্য ২০২২ সালের সেপ্টেম্বরে এনআইএর হাতে এসেছিল। এসব প্রতিবেদনের দাবি, দাউদের দ্বিতীয় স্ত্রীও পাকিস্তানি। দাউদ পাকিস্তানে তার ঠিকানা পরিবর্তন করেছে বলেও খবর এসেছে। দাউদকে করাচিতে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসিনা পার্কারের ছেলে আলি শাহের দাবি অনুযায়ী, দাউদ ও তার প্রথম স্ত্রী এখনও আলাদা হননি। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে দাউদের যোগসাজশের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় এনআইএ। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এ মামলায় আদালতে চার্জশিটও দাখিল করেছে জাতীয় তদন্ত সংস্থা। আলি শাহের দাবি অনুযায়ী, দাউদ তার প্রথম স্ত্রী মেহজাবিনের কাছ থেকে বিভিন্ন তদন্তকারী সংস্থার দৃষ্টি সরাতে দ্বিতীয় বিয়ে করছেন। আলি শাহ এনআইএর কাছে দাবি করেছেন, দাউদের প্রথম স্ত্রী মেহজবীন ২০২২ সালের জুলাইয়ে দুবাইতে তার সঙ্গে দেখা করেছিলেন। তখনই মেহজবিন তাকে দাউদের দ্বিতীয় বিয়ের কথা জানায়। আলী শেখের মতে, মেহজবিন শেখ এখনও ভারতে দাউদের আত্মীয়দের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ করেন। দাউদ এখনও করাচিতে থাকেন। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ