Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহী সরকারের ১০ কোটি ডলারের তহবিল মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধার ও জান্তা সরকারকে উৎখাতে ১০ কোটি ডলারের তহবিল গঠন করেছে বিদ্রোহী ছায়া সরকার। এক মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ছায়া পরিকল্পনা, অর্থ ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী টিন টুন নাইং জানান, সংগৃহীত অর্থের প্রায় ৪৫ শতাংশ এসেছে স্প্রিং রেভল্যুশন স্পেশাল ট্রেজারি বন্ড থেকে। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম নিলামে তুলে তহবিল গঠন করা হয়েছে। নিলামে উঠেছে জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের দুটি ম্যানসন। চলতি বছরে গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ তহবিল ব্যয় করা হবে জানান ছায়া সরকারের মুখপাত্র। যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ ১০০ কোটি ডলারের নিয়ন্ত্রণ বুঝে নেয়ার চেষ্টা করছে বিদ্রোহী সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির সরকার হটানোর পর মিয়ানমারের এ তহবিল জব্দ করেছিল ওয়াশিংটন। স্ট্রেইট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ