Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ নারী অপহরণ করেছে অস্ত্রধারীরা বুরকিনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আফ্রিকা মহাদেশের বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সৌম থেকে অস্ত্রধারীরা ৫০ নারীকে অপহরণ করেছে। দেশটির সরকার বলছে, ১২ ও ১৩ জানুয়ারি এসব নারীদের অপহরণ করা হয়। খবরে বলা হয়েছে, আরিবিন্দা নামক শহর থেকে ১৫ কিলোমিটার দূরের গ্রাম লিকিতে বন্য ফল কুড়ানোর সময় সশস্ত্র ব্যক্তিরা এই নারীদের অপহরণ করে। সোমবার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নির্দোষ নারীদের সন্ধান পেতে অভিযান শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, সেনাবাহিনী ও বেসামরিক সহযোগীরা অঞ্চলটিতে ব্যর্থ তল্লাশি অভিযান চালিয়েছে। বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি বুরকিনা ফাসো। ২০১৫ সালে মালিতে ছড়িয়ে পড়া আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্টজঙ্গি গোষ্ঠীগুলোর সহিংস কর্মকা- নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। কয়েক হাজার বেসামরিক ও নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন এসব সহিংসতায়। ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে বসবাস করছেন প্রায় ২০ লাখ মানুষ। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ